ভালোবাসার টিপস
১) আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে"
"আমি তোমাকে চাই ছলনাতে নয়
ভালোবাসায়"
"আমি তোমাকে চাই তোমার মত করে নয় আমার
মত করে"
"আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য"
(2). কাজল কালো আখির মাঝে ভালবাসার স্বপ্ন সাজে দূর দেশের কাজল আখি ছুঁয়ে গেলে মন প্রজাপতি রংগিন প্রজাপতি আজ খুঁজে ফেরে সেই আখি যাহার মাঝে নিজেরে আজ হারায়েছি ..... (3). দিব তোমায় লাল গোলাপ।।
সপ্নে গিয়ে করবো আলাপ।।
বলবো খুলে আমার কথা।।
আছে যত মনের কথা।।
বলবো তোমায় ভালোবাসি।।
থাকবো দুজন পাশাপা
4). ১৮ বছর কেটে গেলো,
খবর নাইগো
তাঁর....!
কোন শহরে থাকে আমার, বাম পাঁজরের হাড়....?
(5). হাসাতে সবাই পারে, তেমনি কাঁদাতেও পারে সবাই,
কাঁদিয়ে যে
মানাতে পারে,
সেই হচ্ছে সত্যি কারের বন্ধু!!
আর, কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে, সে হচ্ছে সত্যি কারের ভালোবাসা###
(6). আমি তোকে এতটাই ভালবাসি যে--- তোকে পাবার
জন্য আমি আমার ভবিষ্যত ও নষ্ট করতে পারি...।।।
(7). আমি জানি তুমি আসবে, পূর্ণিমার চাঁদ হয়ে আমায় ছুঁয়ে দিতে অথবা
ভোরের কুয়াশা হয়ে আমায় সিক্ত করতে..
আমি
জানি তুমি আসবে,
বিকেলের রংধনু দিয়ে আমায় রঙিন সাজাতে অথবা
শীতের চাঁদর হয়ে আমায় উষ্ণতা দিতে.. আমি জানি তুমি আসবে, শরতের কাশফুল হয়ে মনটা আমার দোলাতে অথবা
বৃষ্টির টুপটাপ শব্দে আমায় উদাসী করতে
8). মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ,, ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত.. সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!
(9). ভালোবাসা হল প্রজাপতির মত।
যদি শক্ত করে ধর মরে যাবে!
যদি হালকা করে ধর উড়ে যাবে আর যদি যত্ন করে
ধর কাছে রবে....
(10). হাতে হাত ,কানের কাছে মুখটি এনে বলে , এসো না কাছে ,দুজন ভিজি আজ বৃষ্টির জলে
(11). চোখে আছে কাজল কানে আছে দুল,ঠোট যেন রক্তে রাঙা ফুল,চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
(12). ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে
এই মন,
তুই যে আমার জীবন।।
(13). শীতের চাদর জড়িযে,
কুয়াশার মাঝে দারিয়ে,
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল
স্পর্শে যদি,
শিহরিত হয় মন"
বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।
(14). একটি প্রকৃত ভালবাসা হতে পারে দৈহিক অথবা
ঐশ্বরিক|
সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও
অধিক শান্তিপূর্ন|
(15). হতে পার তুমি মন থেকে দুরে তথাপি, রয়েছো মোর নয়ন পুরে॥ হয়তো তুমি নেই এই হৃদয়ে, তবুও রয়েছো পরশের-ই ভিতরে। কারণ, ভালবাসি শুধুই তোমারে॥
(16). তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পার, কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥ তুমি আমার
নাগালের বাইরে যেতে পার,
কিন্তূ আমার মন থেকে নয়॥ আমি তোমার কাছে
কিছু না হতে পারি! But
তুমি আমার জীবনের সবকিছু॥
(17). যদি বৃষ্টি হতাম...... তোমার দৃষ্টি ছুঁয়ে
দিতাম। চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি
আমায় জড়িয়ে নিতে,কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট
দিতে..!
(18). আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
(19). আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি
তোমাকে ভালোবাসি. কিনতু আমি চাচছি তুমি আমার জন্য একটু অপেখা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিনতু
আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে.
(20). ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের
কাছে পরাজিত,,
বাস্তবতার কাছে অবহেলিত..!!
21). আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো . . .
আমি সেই নৌকো হবো ,
যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো . . . হবো
সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো, হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো, হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ , তোমাকে আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে
যাবো ,
শুধু ভালোবেসো আমায় !!
(22). তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি....
লিখতে পারিনা॥ তুমি সেই ছবি! যা কল্পনা করি.... আঁকতে পারি না॥ তুমি সেই ভালবাসা!
যা প্রতিদিন চাই.... কিন্তূ তা কখনো-ই পাই না॥
(23). যতই দূরে হারিয়ে যাও , আমি তোমাকে খুঁজে বের করবোই । যতই পর ভাবো
আমায় ,
আমি তোমাকে আপন করে নেবো । যতই ঘৃনা কর আমায়
,
আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো । যতই
পাষাণ হোক তোমার মন ,
ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল ফুটাবোই।
(24). টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে! এ প্রান শুধু তোমায়
ডাকে,
আমায় ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে। সাত সমুদ্র পাড়ি দিয়ে
পেয়েছি তোমায় খুঁজে...
(25). ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস, জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ | জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ |
(26). মহান কোন উপহার পাওয়া য়ায় না কোন দোকানে, পাওয়া য়ায় না কোন গাছের নিচে, সেটা পাওয়া শুধু পাওয়া য়ায় সত্যকারী
ভালবাসার মানুষের মনে
(27). এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন জানিনা যে এই জীবনে, কে হবে আপন মনের মত চাই তারে, চাই তার মন হবে কি তুমি, আমার কাছের একজন॥
(28). মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।থাকি যে বিভোর
হয়ে শয়নে স্বপনে॥যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥
(29). তুমি চাঁদ নও তবে চাঁদের আলো। তুমি ফুল নও
তবে ফুলের সৌরভ। তুমি নদী নও তবে নদীর ঢেউ। তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ॥
(30). মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে"
"ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে" "স্বপ্নে দেখি তোমাকে চোখের প্রতি
পলকে" "আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে॥
(31). সারাক্ষন ভাল থেকো, ভালবাসা মনে রেখ । দিনের বেলা হাসি মুখে, রাতের বেলা অনেক সুখে॥ নানা রঙের স্বপ্ন দেখ, স্বপ্নের মাঝে আমায় রেখ॥
(32). স্বপ্ন দিয়ে আঁকি আমি, সুখের সীমানা । হৃদয় দিয়ে খুজি আমি, মনের ঠিকানা । ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে, যদি বলে সে আমায় সত্যি ভালবাসে॥
(33). সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি, মনের দরজা খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে
আছি আমি। দু'হাত বাড়ালাম আমি তোমার তরে, তুমি কী নিবে আমায় ভালবেসে আপন করে ?
(34). একদম নিখুঁত মানুষখুঁজতে যেও না ,বিধাতা মানুষের ভিতরকিছু কিছু খুত মিশিয়ে
দিয়েছে;বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,তুমি ভালোবাসার কোনোমানুষই পাবে না..!!
(35). পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিস গুলিরজন্যে
কিন্তু টাকা লাগে না ।বিনা মুল্যে পাওয়া যায় যেমন জোছনা,বর্ষার দিনের বৃষ্টি,মানুষের ভালবাসা|
(36). ফুল লাল পাতা সবুজ,মন কেন এতো অবুজ ।কথা কম কাজ বেশি,মন চায় তোমার কাছে আশি ।মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি,মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি...
(37). চায়নি হতে তোমার জীবনে কাটা তারের বেড়া জর
না করে প্রজাপতির মতন আলত করে ধরে রাখতে চেয়েছিলাম । আজ দেখছি আমি তোমার পথে বাধা
হয়ে গেছি এবং সেটা সরানোর দায়ভার টাও আমিই নিলাম।
(38). একটা আঁকাশে অনেক তাঁরা । একটা জীবনে দূঃখ
ভরা । অনেক রকম প্রেমের ভুল । ভুলের জন্য জীবন দিবো । তবুও আমি তোমারই রবো ।
(39). কোন এক তীর হারা নদীর ধারে।চাঁদ,তারা বসে জুটিয়ে প্রেম করে।তা দেখে রাত
হিংসা করে।অন্ধকার লুকিয়ে রেখে আলোয় দেয় ভরে।সে আলোয় চাঁদ,তারা কে হারিয়ে ফেলে।তখন চাঁদ, তারা কে খুঁজতে শুরু করে।এদিকে নদীর এক কোণে
বসে তাঁরা কাঁদিয়া,কাঁদিয়া মরে
(40). কেনো হঠাৎ তুমি এলে?কেনো নয় তবে পুরোটা জুড়ে?আজ পেয়েও হারানো যায়না মানা,বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
41). কখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা হৃদয়ে,ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।এক
আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা মেলে॥করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ জ্বেলে,চাওয়া পাওয়ার স্বপ্নে॥
(42). দুর নিলিমায় রয়েছি তুমার পাসে।খুজে দেখ
আমায় পাবে হ্রিদয়ের কাছে। শুনাব না কোন গল্প,গাইব শুধু গান।যে গানে খুজে পাবে ভালবাসার টান।
(43). রাজার আছে অনেক ধন. আমারআছে একটি মন. পাখির
আছে ছোট্র বাসা. আমার মনে একটি আশা.তোমায় ভালোবাসা.
(44). একটা আকাশ বাতাসের জন্য,একটা সাগর নদীর জন্য, একটা ফুল ভোমরার জন্য, আর আমি শুধু তোমার জন্য।
(45). এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,যদি কাছে আসতে দাও,যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে
(46). পৃথিবীটা তোমারি থাক,পারলে একটু নীল দিও।আকাশটা তোমারি থাক,পারলে একটু তারা দিও।মেঘটা তোমারি থাক,শুধু একটু ভিজতে দিও।মনটা তোমারি থাক,পারলে একটু জায়গা দিও ॥
(47). সত্যিকারে ভালবাসা যা, সে অতি অপমান’’আঘাত করলে..হাজার ব্যাথা দিলেওতাকে ভোলা
যায় না..!!
(48). মানুষ ভালবাসার পাগল..একটুখানি ভালবাসার
জন্য মানুষ অনেক কিছু করতে পারে..
(49). যে মানুষ যত বেশি গম্ভীর..সে মানুষ ততবেশি
রাগী..তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি..!!
(50). তুমি যদি বাসো ভালো,,চাঁদের মতো দেব আলো,,যদি আমায় ভাবো আপন,,হব তোমার মনের মতন,,নদী যেমন দেয় মোহনা,,তোমার ই আমি তোমার উপমা,,
52). যার রাগ বেশি সে নিরবে অনেক ভালোবাসতে জানে,যে নিরবে ভালোবাসতে জানে তার
ভালোবাসারগভীরতা বেশি,
আর যারভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক
বেশি।
(53). দেখো চাঁদের দিকে,, কত যে কষ্ট তার বুকে.. কখনো কালো মেঘ ঢেকে
যায়,,
কখনো সে জোত্সনা হারায়.. তবুও জোত্সনা ছড়িয়ে
সে হাসে,,
কারন সে আকাশ কে ভালবাসে..!!
(54). ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের
কাছে পরাজিত,,
বাস্তবতার কাছে অবহেলিত..!!
(55). ছিরে ফেলেছি আমি ডাইরির পাতা...সেথা লেখা
ছিল হাজার স্বপ্নের কথা..ছিরতে পারিনি আমার মনের পাতা..যেখানে জমে আছে আছে জীবনের
অনেক ব্যাথা !!!
(56). তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,, তাহলে আমি ভুলে যেতে রাজি.. ভুলতে হয়তো
কোনদিন ও পারবো না,,
তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো..!!
(57). যদি তুমি মনে করো সুখে নেই, সুখে নেই, সুখে নেই. তবে তুমি ফিরে আসো এখনো আগের মতো
ভালবাসি তোমাকেই..!!
(58). ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের
অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল - শুধু মাত্র ভালবাসার মানুষের
সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় ।
(59). Sms হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুরে,, রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে,, কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে,, বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুরে,,
(60). বন্ধু আমি চাইনা তোমায় অসীম সুখের ভাগ,, কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমার ডাক,, তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি?? মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!!!!
61). এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,, সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.. মনের
কথা বুঝনা তুমি মুখে বলি তাই,, শত আঘাতের পরেও
তোমায় ভালবেসে যাই..!!
(62). একটু ভালোবাসা দিবি?যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ থাকবে না, না পাওয়ার যন্ত্রনা থাকবে না মায়া
কাঁন্না।থাকবে শুধু সীমাহীন অনুভূতি ।যেই অনুভূতি কে সাথি করে কাটিয়ে দিবো সারাটা
জীবন।
(63). কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ
যদি না দেখে কাঁদে,,
বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!
(64). ভুলতে পারিনা তারে,, ভালবাসি আমি যারে.. মনে পড়ে তারে,, শুধু বারেবারে.. জানিনা সে কত দূরে,, তবুও আছে মন জুরে.. এখনো যে ভাবি তারে,, সে কি আজো ভালবাসে আমারে..??
(65). ভালবাসা কি বুঝতাম না,, যখন বুঝলাম তখন আমার ভালবাসার মানুষটি, আমাকে ছেড়ে অনেক দুরে চলে গেলো..
(66). যারা ভালবাসা নিয়ে খেলা করে,, তারাই ভালবাসা পায়.. আর যারা মন থেকে
ভালবাসে,,
তারা ভালবাসা পায়না ঠিক কিনা..??
(67). যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার?? আমি বলব চোখের পাতা নড়ে যতবার.. যদি বলো
তোমায় ভালবাসি কত??
আমি বলব আকাশে তারা আছে যত..!!
(68). তুমি রাজি থাকলে প্রেম করবো, কাজী এনে বিয়া করব, রাগ করলে কিস করবো, দূরে গেলে মিস করবো, পাশে থাকলে আদর করবো, আর ভুলে গেলে খুব কষ্ট পাবো...!!
(69). আমার চোখে জল আর তোমার ঠোটে হাসি,, তারপরও আমি তোমাকেই ভালবাসি..!!
(70). কেউ কেউ লাভ করে ,,,,,,,,,,,আবার কেউ করে ইনজয় ,,,,,,,,,,কেউ খাঁয় ছেকা,,,,,,,,,কেউ হয় একা,,,,,,,,,কেউ বলে জান,,,,কেউ করে বিষ পান.........., কারো মুখা হাসি............ । আবার কারো
গলায় ফাঁসি ।LOVE
NOT FUN,So সাবধান,এখনকার মেয়েরা হয় বেইমান সার্থপর ।
71). ভেবে ছিলাম তুমি কতো আপন !!ভেবেছি পাশে
থাকবে সারা জীবন !!কেন তুমি ভাঙলে এমন ??....ভাবিনি কখনো করবে এমন ...তারপরও তুমি আমার
জীবন .
(72). ফেলে আসা ছেলেবেলা,, মনে পড়ে আজ,, যত্ন নিতে তুমি আমার ফেলে তোমার কাজ। তুমি
কত ভালবাস,,
কষ্ট দাও না,, তোমাকে এখনও ভালবাসি ও আমার
""মা"
(73). যদি কাওকে সত্যি সত্যি ভালবাসতে না পারো,, তাহলে কাউকে I LOVE U বলোনা,, কারন এটা ৩ WORD না,, এটা একটা জীবনের password ********
(74). আজ না খুবএকা একা লাগছে চোখের সামনে তুমি
তবু যেন তোমাকে ছোয়া যায় না কেন এমন হয় বলোতো!ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই
জানে!তোমাকে ছাড়াযে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয়!
(75). এসে গেলো ফেবরুয়ারী,, মন চায় প্রেমে পরি.. আমি এখন একা,, কবে পাবো তোমার দেখা.. কোথায় গেলে তোমায় পাই,, মন যে শুধু চাই.. ১৪ ফেবরুয়ারী GIFTE টা যেনো আমি পাই..!!
(76). ৭ ফেব্রুয়ারি= রোজ ডে।৮ ফেব্রুয়ারি= প্রপোস
ডে।৯ ফেব্রুয়ারি= চকলেট ডে।১০ ফেব্রুয়ারি= টেডি ডে।১১ ফেব্রুয়ারি= প্রমিস ডে।১২
ফেব্রুয়ারি=hug
Day.১৩ ফেব্রুয়ারি=
কিস ডে।১৪ ফেব্রুয়ারি= হ্যাপি ভেলেন্টাইনস ডে.
(77). মন নেই ভালো, জানিনা কি হলো, পাসে নেই তুমি, কি করি আমি, পাখী যদি হতাম আমি এই জীবনে, তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে, তুমি কি যাবে আমর সাথে ¡
(78). যখন কেউ কারো জন্যকাদে ...সেটা হল আবেগ.…যখন কেউ কাউকে কাদায়,সেটা হল প্রতারনা…আর যখন কেউ কাউকে কাদিয়ে নিজেও কেদে ফেলে
... ...!!সেটা হল প্রকৃত ভালোবাসা !!
(79). শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়,শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়..নিজের সুখ
বিসর্জন দিয়ে ভালবাসার মানুষকে সুখীই রাখার নামই ভালবাসা ।
(80). আমাদের ভালবাসা হয়ে গেল ঘাস.. খেয়ে গেল গরু
দিয়ে গেল বাশ..!!
81). "ভালোবাসা" শব্দটা হয় না কখনো
পুরানো..হয় না কখনো মলিন..হয় না ধূসর কিংবা বর্নহীণ..যা শুধু রংধনুর রঙে রঙিন..হোক
না সেটা এপার কিংবা ওপারের..তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা "!
(82). কাউকে দুরথেকে ভালবাসাই সব থেকে পবিত্র
ভালোবাসা |কারন, এ ভালবাসায়কোন রকম অপবিত্রতা থাকে না,কোন শারিরীক চাহিদা থাকে না ..... শুধু নীরব
কিছু অভিমান থাকে,যা কখনো কেউ ভাঙায় না |কিছু অশ্রু বিন্দুথাকে যা কেউকখনো মুছতে আসে
না|আর সবার অজান্তে আড়ালে এক যেখানে একজনই
রানী/রাজা ।
(83). যে ভালবাসা বুঝেনা, তাকে ভালবাসা শিখাতে যাবেন না !কারন সে
ভালবাসা শিখবে আপনারকাছে,
কিন্তু ভালবাসবে অন্য জনকে ! আরকষ্ট পাবেন
আপনি ।
(84). আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার
ভালবাসা নিবো বলে।দাও তুমি কতো ভালবাসা দেবে আমায়।বিনিময়ে একটা হৃদয় তোমায়
দিবো যা কখনো ফিরিয়ে নেবার নয়।
(85). যার কাছে সব কিছুবলা যায়...যার হাতে হাত
রেখে চলা যায়...যাকে আপন বলে ভাবা যায়...যার কাছে বিশ্বাস টুকো জমা রাখা
যায়..তাকেই তো ভালবাসা যায়..
(86). মেয়েরা ভুলাতে পারে ছেলেদের মন মিষ্টি কথার
ছলে,তাঁরা নিমিষেই ভাসাতে পারে সুখের সাগরে,তাঁরাই আবার ডুবিয়ে মারে চোখের নোনা
জলে।খেলতে পারে সুন্দর করে নিঠুর প্রেমের খেলা।দিতে পারে হৃদয় জুড়ে মিছে প্রেমের
জ্বালা।
(87). যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন,তৃতীয় মহাযুদ্ধ বাধে,যদি কমে যায় কভু আলো আকাশের ঐ চাদে,তবুও তুমি আমার, শুধু আমার।
(88). প্রেমের স্বার্থকতা মিলনে।বিরহ-বিচ্ছেদহীনা
মিলন,
ততটা মধুময় নহে,বিরহ-বিচ্ছেদে পর মিলন, যতটা মধুময় হবে।
(89). এতো কষ্ট পেয়েও,তোমাকে ভুল বুঝি নি ।এতো দূরে রয়েও,তোমাকে ভুলে যায় নি । নির্ঘুম রাত জেগেও,স্বপ্ন নিয়ে বেঁচে আছি । কেনো জানো ? তোমায় খুব ভালোবাসি তাই ।
(90). ভালবাসো তাকে যে ভাবে তোমাকে..বন্ধু করো
তাকে যে চেনে তোমাকে..আপন করো তাকে যে ভাবে তোমাকে..মনে রাখো তাকে যে কখনো ভোলেনা
তোমাকে..জীবন সাথী কর তাকে যে থাকবে তোমার পাশে সারা জীবন ।
(91). প্রেম হলো সরল অংকের মত।সরল অংকে যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ ও বন্দনী থাকে, তেমনি প্রেমেও থাকে হাসি-ট্টাটা, মান-অভিমান, বিরহ-বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সিমাহীন বেদনা
(92). টিপ দিলেই বলিস তুই টিপ হয়েছে বাঁকা, ঠিক করার অজুহাতে আমায় ছুঁয়ে থাকা। জ্বর
এসেছে শুনলে জানি কপাল ছুঁয়ে দিবি, ভালোবাসি বলতে গাধা আর কত সময় নিবি?
(93). যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে
তোমাকে দিয়ে বলি আমি তোমাকে ভালবাসি ,সব গোলাপ শেষ হয়ে যাবে ..তবুও আমার ভালবাসা শেষ হবে না ..হয়তো আজও আমার
ভালবাসার গভীরতা বুঝতে পারো নি ....
(94). চোখে আমার ঝরনা বহে, মনে দুঃখের গান। তরে যদি না পাই আমি, দিব আমার প্রান। শুনতে চাই তর কথা, ধরতে চাই হাত। কেমন করে তরে ছাড়া থাকি দিন
রাত?
(95). ভালোবাসা ঠিক তখনই আসে যখন মনের ভিতর কারো
জন্য অনুভূতির বাতাস বয়ে যায়। আর তাকে হারানোর ভয়ে আবার ভালোবাসা মজবুত হয়।
(96). আমি প্রেম কি জানিনা, আমি প্রেম কি বুঝিনা, শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে! কে জানে হায়
কোন আগুনে,
মরিব আমি এই ফাগুনে|
(97). তুমি হাসতে পারলে, আমিও হাসতে পারবো......তুমি কাঁদতে পারলে, আমিও কাঁদতে পারবো......তুমি ভালোবাসতে
পারলে......আমি ও ভালোবাসতে পারবো...।শুধু তোমার মতো করে একটা কাজ আমি করতে
পারবোনা তা হল তোমাকে ভুলে যেতে...।
(98). আজকে তুমি রাগ করছো,দু:খ পাবো তাতে।কালকে যখন মরে যাবো,রাগ দেখাবা কাকে?বিধির বিধান এই রকমি,একদিন তো যাবো মরে।বুঝবে সেদিন তুমি,ভালোবাসতাম শুধু তোমাকে ...... !
(99). কারো ভয়ে কখনো নিজের ভালোবাসাকে শেষ করে
দিয়ো না। যাকে ভালোবাসো তার প্রতি বিশ্বাস, আস্থা নিয়ে হাতে হাতে রেখ। দেখবে একদিন
সত্যি হবে তোমার ভালোবাসা। - রবি ঠাকুর।
(100). ভালোবাসাকে যদি শস্যক্ষেত্র রুপে কল্পনা করা
হয়,
তবে বিশ্বাস তার বীজ।আর পরিচর্যা হলো আবেগ।-
প্রত্যাশী।
101). ভালবাসার মানুষটির চোখের দিকে তাকালে পুরো
পৃথিবী দেখা যায় ,সেই ভালবাসা চলে গেলে গোটা পৃথিবী আঁধারে
ঢেকে যায়
(102). প্রথম দেখায় কখনো ভালবাসা হয় না।যা হয় তা হল
ভাল লাগা।আর সেই ভাল লাগা। নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসার।
(103). জিবন হল বাচার জন্য।মন হল দেবার
জন্য।ভালবাসা হল সারা জিবন পাশে থাকার জন্য।বন্ধুত্ত হল জিবন কে সুন্দর করার জন্য।
(104). যদি ভালবাসাকে মৌচাক ধরি,♥♥ তাহলে বিশ্বাস হল মৌমাছি।♥♥কেননা উভয়ের বিশ্বাসের মাধ্যমেই ভালবাসার
অমৃতমধু পাওয়া যায়। ♥♥
(105). কাকে ভালবাসবে তুমি? সবাই তো সার্থপর| ভাল কিছুর দেখা পেলেই হয়ে যাবে পর...!!
(106). ভালবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত
কোন মাপকাঠি বানাতে পারে নি। যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো
"মা" নামের নিঃস্বার্থ মহিলাটি।
(107). তুমি কেনো বুঝনা, তোমাকে ছাড়া আমি অসহায় | তুমি জানো না তোমাকে ছাড়া আমি একা
(108). জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার,যে হবে শুধুই আমার।আমার সুখ দুঃখে যে রবে পাশে,এমন মানুষকেই ভালবাসার মন খুঁজে।
109). নিজেকে খোজ ।নিজেকে জানো ।নিজেকে ভালবাস তবেই তুমি অন্যকে ভালবাসতে পারবে।
(110). তুমি যাকে ভালবাসা সে তোমাকে ভালো না ও বাসতে পারে, এটা তোমার ব্যর্থতা নয়।কেননা, তুমি তো নিঃস্বার্থ ভাবে ভালবেসেছো তাকে। আর এতেই তোমার জয়।